Skip to content Skip to footer

নেদারল্যান্ডসে বিনামূল্যে পড়াশোনার সুযোগ, দ্রুত আবেদন করুন

যাঁরা বিদেশে পড়াশোনা করতে চান, তাঁদের অনেকেরই অন্যতম পছন্দের দেশ নেদারল্যান্ডস। দেশটি ইউরোপের প্রায় সব দেশের রাজধানীর সঙ্গে সংযুক্ত। জার্মানি ও বেলজিয়ামের নিকটতম প্রতিবেশী দেশ নেদারল্যান্ডস। দেশটিতে পড়তে যাওয়া শিক্ষার্থীরা প্রতিবেশী দেশগুলোয়ও কাজের সুযোগ পেয়ে থাকেন। ইংরেজির ব্যাপক প্রচলন, ক্রমবর্ধমান অর্থনীতি, সহজে বসবাসের অনুমতি, কোর্স বেছে নেওয়ার স্বাধীনতা ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির বৈশ্বিক মানদণ্ডের কারণেও দেশটির প্রতি আগ্রহ অনেক শিক্ষার্থীর।

বিদেশি শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ করে দিচ্ছে নেদারল্যান্ডস। ‘এরিক ব্লুমিঙ্ক স্কলারশিপ’ নামের এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা দেশটির শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পাবেন। বাংলাদেশসহ ৬৯টি দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

সুযোগ–সুবিধা

  • সম্পূর্ণ টিউশন ফি মিলবে।
  • ভ্রমণ খরচ।
  • জীবনযাপন ব্যয় নির্বাহের খরচ।
  • স্বাস্থ্যবিমা।
  • বই কেনার জন্য অর্থ মিলবে।

    Eligible candidates:
    Candidates for the Eric Bleumink Fellowship should:
    Have received provisional or unconditional admission for a master programme before February. Only then will applicants be considered for a grant from the Eric Bleumink Fellowship(see: Master’s degree programmes )
    Have excellent academic performance, preferably to be confirmed by letters of recommendation
    Have excellent grades during their bachelor/undergraduate studies;
    Have excellent English language proficiency, in accordance with the admission requirements of the program of choice.
    Be available for the whole period of the programme and be able to take part in the entire programme
    Be in good health, so that health insurance in the Netherlands can be arranged.
    Hold the nationality of a country appearing in Appendix 1.
    Have no other means of financing the study in question

    Grant information:
    The grant is awarded for a 1 year or 2 years Master’s degree programme.
    The grant covers tuition fee, costs of international travel, subsistence, books, and health insurance.  Please note that a considerable number of students apply for this scholarship each year, whereas the University can issue only a limited number of grants.

    Grant provider:
    University of Groningen

    Deadline:
    It is not possible to actively apply for an Eric Bleumink Fellowship Scholarship. Suitable candidates will be informed about a nomination.

    Application:
    The University of Groningen Admission Office, in consultation with the Admission Boards of its faculties, will determine which applicants will be nominated for an Eric Bleumink Fellowship scholarship.
    Only applicants who have received a provisional or unconditional admission offer for a master programme before February can thus be considered. In order to allow for enough time to process the application to a master programme by the Admission Office, such a master application should be completed by the applicant before 1st of December.

    More information:
    For detailed information regarding the scholarship programme, plesase contact the Mobility and scholarship Desk and see Eric Bleumink Fellowship.

আবেদনের যোগ্যতা

ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে।

প্রার্থীদের একাডেমিক রেকর্ড ভালো থাকতে হবে।

আবেদনের পদ্ধতি

আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। শিক্ষার্থীদের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ

আগামী ১ ডিসেম্বর ২০২৫।

আবেদনের পদ্ধতিসহ অন্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

Leave a comment

E-mail
Password
Confirm Password