Skip to content Skip to footer

জার্মানিতে ফুল ফান্ডেড স্কলারশিপ: বিশ্বসেরা গবেষণাপ্রতিষ্ঠানে কাজের সুযোগ

উচ্চশিক্ষা ও গবেষণায় যাঁরা আগ্রহী, তাঁদের জন্য একটি সুযোগ দিচ্ছে জার্মানি। দেশটি ‘ম্যাক্স প্ল্যাঙ্ক ডকেট স্কলারশিপ ২০২৬’ কর্মসূচি ঘোষণা দিয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থী আবেদন করতে পারবেন। কোনো আবেদন ফি নেই। অংশগ্রহণকারীরা জার্মানির নামকরা গবেষণা ল্যাবে কাজের সুযোগ পাবেন। ২০২৬ সালের ৫ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত তিন মাসের জন্য দেওয়া হবে স্কলারশিপ। এটি ফুল ফান্ডেড স্কলারশিপ। ম্যাক্স প্ল্যাঙ্ক সোসাইটি বিশ্বের অন্যতম একটি শ্রেষ্ঠ গবেষণাপ্রতিষ্ঠান, যার গবেষণার মান বিশ্বজুড়ে স্বীকৃত।

প্রোগ্রামটি যা যা কাভার করে

  • জীবনযাত্রার ব্যয় নির্বাহে ভাতা
  • জার্মানিতে আসা-যাওয়ার ভ্রমণ খরচ
  • আবাসনের ফি
  • গবেষণার ব্যয়ের অর্থ

আবেদনের যোগ্যতা

  • সব দেশের প্রার্থীরাই আবেদন করতে পারবেন।
  • জার্মানির ফ্রাঙ্কফুর্টের বাইরে বসবাসকারী একজন তরুণ গবেষক হতে হবে এবং লাতিন আমেরিকার প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
  • প্রস্তাবের বিষয়বস্তু অবশ্যই উপনিবেশিক আইনের (colonial law) ইতিহাস নিয়ে হতে হবে।
  • আবেদনপত্র ইংরেজি বা স্প্যানিশ ভাষায় জমা দিতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র

  • সিভি
  • প্রকল্পের বিবরণ
  • মোটিভেশন

আবেদন শেষ কবে

স্কলারশিপের জন্য আবেদনের শেষ দিন ১৫ সেপ্টেম্বর।

Leave a comment

E-mail
Password
Confirm Password